ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাইমস্কেল পাচ্ছেন ৮১ বেসরকারি শিক্ষক

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাইমস্কেল পাচ্ছেন ৮১ বেসরকারি শিক্ষক

সচিবালয় প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ৮১ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীকে টাইমস্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় ৮১ জনকে টাইমস্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সভায় এক হাজার ৬৮ জনের এমপিও সংশোধনী ও ২৯ জনকে বকেয়া দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, এই ৮১ জনের সবাই নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার আগেই স্কেল প্রাপ্য হয়েছিলেন। কিন্তু নানা জটিলতায় আবেদন করতে পারেননি বা আবেদন অনুমোদন না হওয়ায় তারা স্কেল পাননি।



রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়