ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জুভেন্টাসকে হারিয়ে দিল জেনোয়া

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুভেন্টাসকে হারিয়ে দিল জেনোয়া

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমে দুই দেখাতে একবারও জেনোয়াকে হারাতে পারেনি জুভেন্টাস। ইতালিয়ান সিরি’আতে প্রথম দেখায় ড্রয়ে জুভেন্টাসকে রুখে দিয়েছিল তারা। ফিরতি দেখায় আজ নিজেদের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েই দিল জেনোয়া।

এস্তাদিও কমুন্যাল লুইগি ফেরারিসতে জুভেন্টাসকে আজ স্বাগত জানায় জেনোয়া। চেনা মাঠে শিরোপার দৌড়ে শীর্ষে থাকা জুভেন্টাসকে ২-০ ব্যবধানে হারিয়েছে জেনোয়া। চলতি মৌসুমে এটাই প্রথম হার জুভিদের।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না এই ম্যাচে। তাছাড়া ওই ম্যাচের একাদশের ছয়জনকে ছাড়া খেলতে নেমে চেনা রূপে দেখা যায়নি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যদের।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে প্রথম গোল হজম করে জুভেন্টাস। গোরান পানদেভের পাস থেকে ইতালিয়ান মিডফিল্ডার স্তেফানো স্তুরারের গোলে লিড পায় জেনোয়া। এরপর প্রতি-আক্রমণে ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পানদেভ। তাকে গোল করতে সহায়তা করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কুয়ামে। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-০ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ হারের পর চলতি মৌসুমে ২৮ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭৫। অন্যদিকে সমান ম্যাচে টেবিলের দ্বাদশ স্থানে থাকা জেনোয়ার পয়েন্ট ৩৩।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়