ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ভারতে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন উদযাপন অনুষ্ঠানের আয়োজোন করে।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে কেক কেটে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি, আহসানুল ইসলাম এমপি প্রমুখ।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এসব তথ্য জানান।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়