ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাগুরায় পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

মাগুরা প্রতিনিধি : মাগুরা কালেক্টরেট মাঠে আাজ বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

সমন্বিত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে দুপুরে জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু প্রমুখ।

মেলায় ২০ স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আগামী ৫ মার্চ এ মেলা শেষ হবে।



রাইজিংবিডি/মাগুরা/১ মার্চ ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়