ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে উৎপাদন বাড়াবে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে উৎপাদন বাড়াবে

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষি প্রযুক্তিতে নবায়নযোগ্য শক্তির যথাযথ ব্যবহার করলে জাতীয় উৎপাদনশীলতায় কৃষির অবদান বাড়বে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নবায়নযোগ্য শক্তি সম্মেলনের দ্বিতীয় দিনে ‘সবুজ বাংলাদেশ: লক্ষ্য ২০৫০’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনিস্টিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতি (বিএসইএস) যৌথভাবে চার দিনব্যাপী ‘জাতীয় নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রদর্শনী-২০১৭’এর আয়োজন করেছে।

মতিয়া চৌধুরী বলেন, ‘কৃষি প্রযুক্তিতে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে আমরা অনেক আগে থেকেই সৌরচালিত সেচ পরিচালনা করে আসছি। সময়ের সাথে সাথে কৃষিতে নতুন প্রযুক্তি চলে এসেছে। জাতীয় উৎপাদনশীলতায় কৃষির ক্রমবর্ধমান অবদান অব্যাহত রাখতে কৃষিতে নবায়নযোগ্য শক্তির সংযোগ করতে হবে।’

কৃষি প্রযুক্তিতে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় সব কৃষি যন্ত্রই ডিজেল চালিত। প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে কিন্তু তারা ফসলের যথাযথ মূল্য পাচ্ছে না। কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার হলে  উৎপাদনশীলতা বাড়ার সাথে সাথে কৃষিপণ্যের  উৎপাদন ব্যয়ও কমবে। ফলে কৃষক লাভবান হবে।

বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধাপক সাইফুল হক বলেন, এ বছর সম্মেলনে বাংলাদেশের জন্য দীর্ঘ মেয়াদী নবায়নযোগ্য শক্তি পরিকল্পনা উন্নয়ন বিষয়ক আলোচনা প্রাধান্য পাবে।

বিএসইএস সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, নবায়নযোগ্য শক্তি ব্যবহারে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপনের পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে তরুণ শিক্ষার্থীদেরকে সবুজ আন্দোলনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাক্টিক্যাল অ্যাকশানের দেশীয় পরিচালক হাসিন জাহানের সঞ্চালনায় অধিবেশনে আরো উপস্থিত ছিলেন স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরামর্শক ম্যাথিয়াস গেলবার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়