ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৭ হাজার ৭২২ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৭ হাজার ৭২২ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত

সংসদ প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৩৮ হাজার ১৫৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৭ হাজার ৭২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। এর মধ্যে গত মহাজোট সরকারের মেয়াদে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

বৃহস্পতিবার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত করা হয়। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সংশোধিত বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা এবং সরকার প্রদত্ত জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আলোকে নির্দেশিকাটি অধিকতর সংশোধনের প্রয়োজন হওয়ায় এটি সংশোধনের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, এমপিও খাতে ১২ হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়