ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৪ সোনার বারসহ যাত্রী আটক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ সোনার বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি সোনার বারসহ এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার ইউএস বাংলার ফ্লাইটে ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা আরো জানায়, জান্নাতুল ফেরদৌস ইউএস বাংলার ফ্লাইট বিএস৩২২ যোগে ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন। জান্নাতুল ফেরদৌসের বাড়ি নরসিংদীতে। তিনি ২৪টি সোনার বার তার অন্তর্বাসে লুকিয়ে আনেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ওই সোনা জব্দ করে। জব্দকৃত সোনার ওজন ২ কেজি ৭৮৫ গ্রাম। এসব সোনার দাম প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা। যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়