ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিপু হত্যাকাণ্ড : রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ২৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিপু হত্যাকাণ্ড : রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধনে রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ড আবাসিক হলগুলোর সার্বিক নিরাপত্তাহীনতার ফল বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

 

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবাসিক হলগুলোর সার্বিক নিরাপত্তা বৃদ্ধির দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা  জানান, হলে নিজের কক্ষে থেকেও আমরা নিরাপদ নই। নিরাপত্তা নেই বলেই নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। লিপু হত্যাও এ নিরাপত্তাহীনতার ফল।

 

সাম্প্রতিককালে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল ও সাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা উদ্ধেগজনকভাবে বেড়েছে। এসব চুরির ঘটনায় হল প্রশাসনকে বারবার জানালেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় না। উল্টা হল প্রাধ্যক্ষ ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।

 

শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে আবাসিক হলে নিরাপত্তা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। হলে কে আসছে, কে যাচ্ছে তা সার্বক্ষণিক তদারক করতে হবে।

 

বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ হবিবুর রহমান হলের  শিক্ষার্থী মাসুদুর রহমান সোহেল, শেরে বাংলা হলের শিক্ষার্থী আবুল কালাম আজাদ, শামসুজ্জোহা হলের শিক্ষার্থী মুমিনুল ইসলাম প্রমুখ।

 

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে দুই মাস পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি পুলিশ।

 

 

রাইজিংবিডি/রাবি/২৮ ডিসেম্বর ২০১৬/ মেহেদী হাসান/কেয়া/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়