ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচে স্থাপিত জাতির জনকের ম্যু‌রালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা এবং ডক্টরস হল সংসদ-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সেন্টাল ল’ কলেজের পুষ্পার্ঘ্য অর্পণ : অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ (সেন্ট্রাল ল’ কলেজ শাখা)।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজ শাখা সভাপতি জুলহাস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী, যুগ্ম সম্পাদক শ্যামল হক ও সাংগঠনিক সম্পাদক ফারুখ আবেদিনসহ আরো অনেকে।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/আরিফ সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়