ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনুমতিবিহীন সিনেমা নির্মাণ অন্যায় : সোহান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুমতিবিহীন সিনেমা নির্মাণ অন্যায় : সোহান

সোহানুর রহমান সোহান, মোস্তফা সরয়ার ফারুকী, মেহের আফরোজ শাওন (বাঁ থেকে)

রাহাত সাইফুল : মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ শিরোনামের সিনেমাটি এখন টক অব দ্য টাউন। এ সিনেমা নিয়ে চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা। দর্শকদেরও কৌতূহল কম নয়। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়ার আগেই জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে তৈরি করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। এরপর হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী  মেহের আফরোজ শাওন ও হুমায়ূন কন্যা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে আপত্তি তুলেন। শেষ পর্যন্ত এ বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠান শাওন। সিনেমাটি প্রিভিউ কমিটিতে প্রদর্শনের পর সেন্সর বোর্ডে জমা আছে।

এ সিনেমা প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘যে কারো জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে হলে তাদের পরিবারের অনুমতি নিয়েই নির্মাণ করতে হবে। আর বিখ্যাত ব্যক্তি হলে তার জন্য আরো বেশি অনুমতি জরুরি। তার পরিবার অনুমতি দিয়ে সিনেমার পুরো বিষয়টি দেখবেন। যাতে খারাপভাবে কোনো বিষয় উপস্থাপনা করা হয়েছে কিনা তা তারা দেখবেন।’

কারো জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্রে অনুমতি প্রয়োজন আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুপ্রাণিত হয়ে অন্য নামে সিনেমা নির্মাণ করলে আর তা দেখে যদি মনে হয় কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে নির্মাণ করা হয়েছে, তা হলে অন্যায়। ‘ডুব’সিনেমার শিল্পীরাওতো স্বীকার করছেন হুমায়ূন আহমেদকে নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। হুমায়ূন আহমেদ স্যার অনেক বিখ্যাত একজন লেখক। তার পরিবারের অনুমতি না নিয়ে সিনেমা নির্মাণ করা বড় অন্যায়। তাদের পরিবারের অনুমতি নিয়ে সিনেমাটি নির্মাণ করলে অবশ্যই ভালো কিছু হতো।’

তিনি আরো বলেন, ‘তারপরও তার পরিবার বলেছেন, ‘ডুব’সিনেমায় কিছু দৃশ্য আছে যা অশ্লীল এবং অসঙ্গতিপূর্ণ। এই দৃশ্যগুলো বাদ দিয়ে সিনেমাটি মুক্তি দেয়া হোক। এটা মেনে নিয়ে সিনেমাটি মুক্তি দিলেই কোনো সমস্যা নেই। আমার কথা হলো- আপত্তিকর দৃশ্যগুলো বাদ দিয়ে রিশুট করে সিনেমাটি মুক্তি দেয়া হোক। হুমায়ূন স্যারকে নিয়ে সিনেমা নির্মাণ করে চিরঞ্জয়ী করে রাখতে পারাটা ভালো কিন্তু পরিবারের অনুমতি নিয়ে।’

‘একজন মানুষের ভালো মন্দ দুটি দিকই থাকে। সব খারাপই তুলে ধরতে হবে এটা একেবারেই ঠিক না। একজন বিখ্যাত মানুষকে অবশ্যই ছোট করতে পারি না।’বলেন, সোহান। 

বেশ আগে ‘ডুব’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মুক্তির জন্য সব প্রস্তুতিও প্রায় শেষ। গত বছরের ৪ নভেম্বর কলকাতার একটি শীর্ষ দৈনিক ‘হুমায়ূন আহমেদের চরিত্রে ইরফান? কিন্তু এত লুকোছাপা কেন’ শিরোনামে প্রকাশিত একটি খবরে পাল্টে যায় দৃশ্যপট। তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে ‘ডুব’সিনেমাটি হুমায়ূন আহমেদের বায়োপিক। এতে পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি। এদিকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘এটা হুমায়ূন আহমেদের বায়োপিক নয়।’

‘ডুব’ সিনেমার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এছাড়াও এতে অভিনয় করেছেন ভারতের  ব্রাত্য বসু, পর্ণো মিত্র। বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।



 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়