ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্যাটিং নিয়ে ভাবনায় মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটিং নিয়ে ভাবনায় মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : বাংলাদেশের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন, বাংলাদেশ টেস্ট সিরিজ যেভাবে ড্র করেছে সেই আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজে দারুণ কাজ করবে। সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন শেষে মাশরাফি বলেন,‘ওয়ানডে স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় টেস্ট স্কোয়াডের। এখানে তারা দীর্ঘদিন ধরে খেলছে। কন্ডিশন সম্পর্কে অবগত। অবশ্যই তারা মানসিকভাবে এগিয়ে থাকবে। পাশাপাশি তারা বড় ফরম্যাটের একটা ম্যাচ জিতেছে। আত্মবিশ্বাসী থাকবে তারা।’

আত্মবিশ্বাসী থাকলেও ব্যাটিং নিয়ে ভাবনায় আছেন মাশরাফি। কারণ, শেষ তিনমাস বাংলাদেশের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে লাল বলে অনুশীলন করে আসছে, ম্যাচ খেলে আসছে। পাশাপাশি শ্রীলঙ্কার দুই-একজন বোলারদের এক্স-ফ্যাক্টর ভাবছেন মাশরাফি। তাদের মধ্যে লাকসান সান্দাকান ও লাহিরু কুমারাকে রেখেছেন অধিনায়ক।

ব্যাটিং নিয়ে মাশরাফি বলেছেন,‘আমরা পাঁচটা টেস্ট খেলার পর সাদা বলে খেলব। এখন যেটা হবে, আমাদের রান বের করতে হবে। আমার মনে হয় ব্যাটিংটা একটু চিন্তা থাকতে পারে। মানসিকভাবে শক্ত থাকলে হয়ত সব কিছু ভালো হবে। শুরুটা ভালো করতে পারলে সব ভালো হবে।’

শ্রীলঙ্কার বোলারদের নিয়ে মাশরাফি বলেন,‘লাকশান সান্দাকান আছে। এছাড়া লাহিরু কুমারা, দ্বিতীয় টেস্ট খেলেনি। ১৪৫ এর আশে-পাশে বোলিং করে। এ রকম আরো কয়েকজন আছে, যারা দারুণ কিছু করতে পারে। ওদের থেকে রান বের করাটা কঠিন হবে।’

ঘরের মাঠে টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পর ইংল্যান্ডে বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এবার বিদেশের মাটিতে আরেকটি সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ। অনুশীলনে চাঙ্গা দলটির শারীরিক ভাষায় মনে হল বাংলাদেশ পারবে। মাশরাফিও একই সুর দিলেন,‘ভালো ক্রিকেট খেলতে হবে। তাহলে ভালো ফল পাওয়া যাবে।’



রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/২০ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়