ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। এরপর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে ড্র হয়। এবার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।

ওয়ানডে ও টেস্ট সিরিজ ড্র করার পর এখন টি-টোয়েন্টি সিরিজে চোখ বাংলাদেশের। এই সিরিজ জিতেই দেশে ফিরতে চায় টাইগাররা। বাংলাদেশের ব্যাটিং নিয়ে কোনো সমস্যা নেই। বোলিং নিয়েও খুব একটা সমস্যা নেই। সে কারণে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে পরিবর্তন নাও আসতে পারে। তবে নতুন মুখ পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের অভিষেক হয়ে যেতে পারে মঙ্গলবার। সেটা না হলে এবং কন্ডিশন দাবি করলে স্পিনার সানজামুলেরও অভিষেক হয়ে যেতে পারে।

তার আগে চলুন দেখে নিই প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের একাদশ :

১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মোসাদ্দেক হোসেন
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মুর্তজা
১০. মুস্তাফিজুর রহমান
১১. তাসকিন আহমেদ।



রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৭/আমিনুল
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়