ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিথিলা-সিয়ামের মান-অভিমান!

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিথিলা-সিয়ামের মান-অভিমান!

চিরকুটের শব্দ টেলিফিল্মের দৃশ্য

বিনোদন ডেস্ক : আদি ও জারা ক্লাসমেট। প্রথম দিন জারাকে দেখার পর থেকে তার প্রতি দুর্বলতা অনুভব করে আদি। প্রতিদিন একই সময়ে একই পথে ইউনিভার্সিটিতে যায় দু’জন। নানাভাবে আদি তার ভালোলাগার কথা জারাকে বলতে চায় কিন্তু জারার কাছ থেকে কোনো সাড়া পায় না সে।

এক পর্যায়ে আদি জানতে পারে জারা বাক প্রতিবন্ধী। কথা বলতে পারে না, কানেও শোনে না। কিন্তু জারার প্রতি ভালোলাগাটা একটুও কমে না আদির। এক পর্যায়ে জারাকে বিষয়টা জানায় সে। জারা তার সমস্যা আদিকে বোঝাতে চাইলেও সে বুঝতে চায় না। এক সময় জারাও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। কাগজে লিখে একে অন্যের মনের কথা বলে। বেশ ভালোই সময় কাটতে থাকে তাদের।  কিন্তু এর মধ্যে অন্য একটি ছেলের সঙ্গে জারাকে মিশতে দেখে আদির মনে সন্দেহ জাগে। শুরু হয় তাদের মান-অভিমান। গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘চিরকুটের শব্দ’।

আসাদুজ্জামান সোহাগের রচনা টেলিফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এতে আদি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। আর জারা চরিত্রে দেখা যাবে মিথিলাকে। কিছুদিন আগে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে।




রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৭/শান্ত/মারুফ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়