ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শায়েস্তাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, উত্তেজনা

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শায়েস্তাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, উত্তেজনা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, খোয়াই নদীর নতুন ব্রিজের অদূর থেকে আলাপুর পর্যন্ত ১০-১২ জনের একটি চক্র অপরিকল্পিত এবং অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলন করতে বাঁধ কেটে নদীর ভেতরে ট্রাক্টর প্রবেশ করানো হচ্ছে। এতে বন্যায় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা।

বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিক গ্রুপ তৈরি হয়েছে। এ সব গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিনহা জানান, লিজ দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের। তারপরও বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আজহারুল ইসলাম বলেন, বর্তমানে লিজ নেই। অচিরেই জেলা প্রশাসন থেকে নিয়মনীতি মোতাবেক লিজ দেওয়া হবে। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




রাইজিংবিডি/হবিগঞ্জ/১৯ মে ২০১৯/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়