ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির আশঙ্কা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির আশঙ্কা

ক্রীড়া ডেস্ক : ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফির বেশ কিছু ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে।

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও বেশ কয়েকবার বৃষ্টি হানা দেয়। আজ ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার আশঙ্কা রয়েছে।

ওভালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনে ২ মিলিমিটার ও রাতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সময়ের হিসেবে দিনে ১.৫ ঘণ্টা ও রাতে ৫.৫ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওভালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত হবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মতো)। আর রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত হবে ৪ ডিগ্রি সেলসিয়াসের মতো)।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়