ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অশুভ শক্তি এখনো নখদন্ত বিস্তার করে চলেছে’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অশুভ শক্তি এখনো নখদন্ত বিস্তার করে চলেছে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘অশুভ শক্তি এখনো নখদন্ত বিস্তার করে চলেছে।’

তিনি বলেন, ‘ইতিহাসে আমরা ক্রুসেডের যে পরিচয় পাই তাতে সাধারণ মানুষকে হত্যা করা হয়নি। প্রতিপক্ষের বাইরে সকলেই ছিল নিরাপদ। কিন্তু সেই সাধারণ মানুষের নিরাপত্তা এখন বিঘ্নিত।’

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সিনেট অধিবেশন ২০১৭’ এর অভিভাষণে এ কথা বলেন তিনি।

আরেফিন সিদ্দিক বলেন, ‘ধর্ম মানুষের মাঝে মেলবন্ধন সৃষ্টি করে। ধর্মের অপব্যবহার করে কিছু অমানুষ এখন মানুষ হত্যার প্রতিযোগিতায় নেমেছে। এ সংকট শুধু আমাদের নয়, এটি এখন আন্তর্জাতিক সমস্যা। সুতরাং সকলে মিলেই প্রচেষ্টা করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো অভিন্ন সংগতি বোধ জাগ্রত করতে হবে।’

তিনি সম্প্রতি অনুষ্ঠিত একনেক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য ৬২০ কোটি টাকার বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গত, এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন, রেজিস্ট্রার ড. এনামুজ্জামানসহ সিনেট সদসগণ উপস্থিত রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়