ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রংপুরে ট্রাক উল্টে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে ট্রাক উল্টে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক রংপুর : রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে হতাহতদের পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের তাৎক্ষণিক আথিক সহায়তা দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুছকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, হাইওয়ে সহকারী পুলিশ সুপার ধীরেন্দ্র চন্দ্র মাহাতি এবং তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল্লা আল বাকিকে সদস্য করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ৫০ জনের মত যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। শনিবার ভোর ৫টার দিকে পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ১০ জন নিহত ও ১৭ জন আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




রাইজিংবিডি/রংপুর/২৪ জুন ২০১৭/নজরুল মৃধা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়