ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরিবহনের ছাদে না চলাচলের আহ্বান আইজিপির

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিবহনের ছাদে না চলাচলের আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে পরিবহনের ছাদে না চলাচল করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে মহাসড়ক পরিদর্শন ও ওয়াচ টাওয়ারের উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, ঈদের সময় পরিবহনে অতিরিক্ত যাত্রী ও ছাদে যাত্রী বহনের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তাই যাত্রী ও পরিবহন মালিকদের এ ব্যাপারে সচেতন এবং সতর্ক থাকতে হবে।

যানজটের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দুই একটি জায়গায় সেতু নির্মাণের কারণে যানবাহনের ধীর গতি রয়েছে। এ ছাড়া মহাসড়কের কোথাও যানজট নেই। রাজধানীসহ আশপাশের এলাকা ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে। এ সব এলাকার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।




রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৪ জুন ২০১৭/হাসান উল রাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়