ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঈদের গান

ফজল-এ-খোদা, কবির বকুল, মাহবুবুল এ খালিদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের গান

ঈদের গান

|| ফজল-এ-খোদা ||

ঈদ আসে, আসে গীতি হাসে প্রীতি-চাঁদ

সেই গীতিতে সেই প্রীতিতে

                        ভাঙে সুপ্ত প্রাণের বাঁধ॥

 

প্রাণে প্রাণে হাসি-গানে

                        বেজে ওঠে আলোর বাঁশি-

সেই বাঁশিতে সেই গানেতে

                        নতুন দিনের জাগে সাধ॥

 

চোখে চোখে স্বপ্নালোকে

                        আঁকে হৃদয় রঙের ছবি-

সেই রঙেতে সেই ছবিতে

                    আনন্দেরই পাতে ফাঁদ॥

 

বুকে বুকে কতোই সুখে

                        উছল খুশির লাগে দোলা-

সেই দোলাতে সেই সুখেতে

                        মিলে গেছি কাঁধে কাঁধ॥


|| কবির বকুল ||

 

এলো খুশির ঈদ

মুসলমানের ঘরে ঘরে

রোজা রেখে নামাজ পড়ে

পাক কোরআন খতম করে

এক মাস ভরে সিয়াম সাধনার পরে

এলো খুশির ঈদ

এলো খুশির ঈদ

মুসলমানের ঘরে ঘরে

 

পাক পবিত্র হয়ে সবাই ঈদগাহে চলো চলো

সুবহানাল্লাহ্ আলহামদুলিল্লাহ্‌ কণ্ঠে জিকির তোলো

আদায় করবো ঈদের নামাজ

খোদার কাছে দিল দিয়ে আজ

চাইবো দুহাত ভরে

এলো খুশির ঈদ

এলো খুশির ঈদ

মুসলমানের ঘরে ঘরে

 

ধনী গরিব নেই ব্যবধান

দুয়ার খোলা আছে

জাকাত দিয়ে পূর্ণ ঈমান দিলাম খোদার কাছে

খোদার প্রিয় মুহাম্মাদ

আমরা সবাই তার উম্মত

রাখবো এ প্রাণে ধরে

এলো খুশির ঈদ

এলো খুশির ঈদ

মুসলমানের ঘরে ঘরে


|| মাহবুবুল এ খালিদ ||

 

ঈদ এলো রে সবার ঘরে

নিয়ে খুশির বাহার

সুখ আনন্দে কাটবে রে দিন

আজ উল্লাসে সবার॥

 

আজ ধনী-গরিব সবাই সমান

অন্তরে মহান

ভুলে যাবো ফ্যাসাদ বিবাদ

ভুলবো বিসম্বাদ।

বাড়িয়ে হাত মিলাবো কাঁধ

দূর হবে অসার

সুখ আনন্দে কাটবে রে দিন

আজ উল্লাসে সবার॥

 

সব মানুষের একটি কাতার

বইছে আনন্দের জোয়ার

আজ জমিনে খুলেছে দুয়ার

রহমতে খোদার।

দোস্ত দুশমন নাই রে আজ

সবাই যে আপনার

সুখ আনন্দে কাটবে রে দিন

আজ উল্লাসে সবার॥



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়