ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে সলোমান মিরের মেইডেন সেঞ্চুরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৩০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার বিপক্ষে সলোমান মিরের মেইডেন সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : ২০১৪ সালে ২১ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় সালোমান মিরের। এরপর ২৭টি ওয়ানডে খেলেছেন তিনি। রান করেছেন ৩৬৩টি। তার মধ্যে সর্বোচ্চ রান ছিল ৫৪।

কিন্তু অভিষেকের তিন বছরের মাথায় আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজের মেইডেন সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৯৬ বলে ১৪টি চারের সাহায্যে ১১২ রান করে গুনারতেœর বলে আউট হয়েছেন তিনি।

এই গুনারতেœর করা ৩২তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ৮৫ বলে ১২টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ৫ ম্যাচে ১৩৪ রান করেছিলেন। তার মধ্যে দুটি হাফ সেঞ্চুরি ছিল (৫০ ও ৫২)। এরপর চলতি বছর ১৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে হারারেতে ৫৪ রান করেন।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে। গলে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩১৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ৩১৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য ১৫.৪ ওভারে ৯৭ রান প্রয়োজন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ