ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাংবাদিক আজমলের মামলা প্রত্যাহার ও আশিকের মুক্তি দাবি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক আজমলের মামলা প্রত্যাহার ও আশিকের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আশিক মোহাম্মদকে গ্রেপ্তার ও সকালের খবরের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলালের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।

শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অবিলম্বে আশিক মোহাম্মদের মুক্তির দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং আজমল হক হেলালের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সাংবাদিকরা নানাভাবে হয়রানি ও নির্যাতিত হচ্ছেন, যা একটি গণতান্ত্রিক সরকারের কাছে মোটেও কাম্য নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের সময় প্রশাসনকে আরো সতর্ক হওয়ার আহবান জানান।

এদিকে আগামীকাল রোববার সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৭/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়