ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিংহীর ভালবাসা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিংহীর ভালবাসা

আন্তর্জাতিক ডেস্ক : ভালবাসা এমন এক বস্তু যার বদৌলতে মানুষ-প্রাণীতেও বন্ধুত্ত্ব হয়। নতুন করে তার প্রমাণ দিলেন দক্ষিণ আফ্রিকার বণ্যপ্রাণী সংরক্ষণের কর্মী কেভিন রিচার্ডসন।

কয়েক বছর আগে একটি গিরিখাত থেকে দুটি সিংহ শাবককে উদ্ধার করেছিলেন রিচার্ডসন। আদর করে তিনি ছোট্ট দুই সিংহীর নাম দিয়েছিলেন মেগ ও অ্যামি। তিনি এই দুটিকে চিড়িয়াখানায় হস্তান্তর না করে দক্ষিণ আফ্রিকার বণ্যপ্রাণী সংরক্ষণ পার্কে নিয়ে এসেছিলেন। খাঁচার পরিবর্তে মুক্ত পরিবেশে শাবক দুটি বেড়ে উঠুক এটাই তিনি চেয়েছিলেন।

৪২ বছরের রিচার্ডসন বলেন, ‘যে পার্কটিতে আমি কাজ করতাম সেখানে আমি কিছু ব্যতিক্রমী কাজ শুরু করলাম। এগুলোর মধ্যে একটি হচ্ছে আমি সিংহী দুটিকে অবরুদ্ধ পরিবেশ থেকে বাইরে নিয়ে এলাম এবং পার্কের অন্য প্রাণীদের মধ্যে মুক্ত পরিবেশে হাঁটার সুযোগ করে দিলাম।



সিংহ শাবক দুটিকে লালন ও তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে গড়ে ওঠার বিষয়েও কথা বলেছেন রিচার্ডসন।

তিনি বলেন, ‘আমি যখন মেগকে ডাকি তখন সে সাতার কেটে চলে আসে। আমি ওপর চেহারায় দেখতে পাই সে যেন বলছে- আমি যদি তোমার কাছে আসি তাহলে তুমি তো আমাকে ধরে ফেলবে। এটি সত্যি অব্যক্ত ভাষা, সে আমার দিকে তাকিয়ে থাকে আমি তার দিকে তাকিয়ে থাকি।এটা স্রেফ বিশ্বাস।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়