ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৪৬ রোহিঙ্গাকে স্বদেশে ফেরত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪৬ রোহিঙ্গাকে স্বদেশে ফেরত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর জলসীমা দিয়ে এ দেশে প্রবেশ করা ১৪৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকালে টেকনাফের বিজিবির ২নম্বর ব্যাটালিয়নের সদস্যরা নাফ নদীর বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠিয়েছে।

এ সব রোহিঙ্গাদের বেশির ভাগ নারী, শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছেন টেকনাফস্থ বিজিবির ২নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আরিফুল ইসলাম। তিনি বলেন, গত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত নাফ নদী পার হয়ে মিয়ানমারের আরকানে বসবাসরত রোহিঙ্গা নাগরিকরা এ দেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবির সদস্যরা ১৪৬ জন নারী, পুরুষ ও শিশুদের আটক করে পুনরায় তাদের ফেরত পাঠায়। ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে কোনো যুবক নেই।

বিজিবির এই কর্মকর্তা ফেরত পাঠানো রোহিঙ্গাদের বরাত দিয়ে বলেছেন, গত রাতে আরকান রাজ্যে সে দেশের সেনা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ২৪টি পুলিশ পাহারা চৌকিতে হামলার খবর জানিয়েছে। এতে দেশটির পাঁচ পুলিশসহ ১২ জন নিহত হয়েছে।



রাইজিংবিডি/কক্সবাজার/২৫ আগস্ট ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ