ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আনিসুর রহমানকে হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৩১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনিসুর রহমানকে হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়ায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আনিসুর রহমানকে (৪৫) হত্যা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

সোমবার রাতে শেওড়াপাড়ায় ব্যবসায়ী আনিসুর রহমানকে গুলি করা হয়। পরে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুজ্জামান বলেন, ‘তদন্তের অংশ হিসেবে অনেকগুলো কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ব্যবসায়িক, রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আর নিহতের পরিবারের সদস্য এবং ঘটনাস্থলের আশপাশের কয়েকজনের দেওয়া তথ্য অনুযায়ী খুনিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তারা শিগগিরই ধরা পড়তে পারে।’

কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে? রাইজিংবিডির এ প্রশ্নের জবাবে এসআই নূরুজ্জামান বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বে এ ঘটনা ঘটছে বলে তদন্তে জানা যাচ্ছে। আর কিছু দিন সময় দিন, সব জানতে পারবেন।’

নিহতের ভাই মো. রবিউল ইসলাম বলেন, ‘আনিসুর রহমান ইট, বালু ও মাটি সরবরাহ করতেন। তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। তবে সম্প্রতি এলাকায় ব্যবসা নিয়ে একজনের সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটির কথা শুনেছি। তবে বিস্তারিত বলতে পারছি না।’

এখনো খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন রবিউল ইসলাম।

শেওড়াপাড়ার কয়েকজন রাজনীতিক জানিয়েছেন, কিছু দিন আগে ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহবুবুর রহমানের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে আনিসুর রহমানের কথা কাটাকাটি হয়। এর জেরেই আনিসুর রহমানকে হত্যা করা  হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডে যে-ই জড়িত থাকুক হত্যাকারীকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন মিরপুর-১৪ নম্বর ওয়ার্ডের কমিশনার হুমায়ুন রশিদ জনি।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আনিসুর রহমান শেওড়াপাড়ার ইকবাল রোডে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুজন মুখোশধারী তার মাথায়, বুকে ও ডান কানে গুলি করে পালিয়ে যায়। ওই দিন রাত ১২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়