ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেয়েকে বেলের শরবত দিতে গিয়ে…

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়েকে বেলের শরবত দিতে গিয়ে…

নিজস্ব প্রতিবেদক : ইচ্ছে ছিল মেয়ের যেকোনো সমস্যায় দ্রুত সময়ে কাছে থাকবেন বাবা সফর আলী। এজন্য আদরের মেয়েকে পাশের বাড়িতে বিয়ে দিয়েছেন। দুই বাড়ির ছাদের সীমানাও পাশাপাশি। কিন্তু এই ছাদই মৃত্যুর কারণ হলো সফর আলীর (৫৫)।

বুধবার ভোরে মেয়ে বাবাকে ফোনে জানিয়েছিল তার কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা হচ্ছে। এজন্য সকালে বেলের শরবত তৈরি করে দুই বাড়ির ছাদের সীমানায় দাঁড়িয়ে জামাতার হাতে দিচ্ছিলেন। এ সময় সামনের দিকে ঝুঁকলে চারতলা ভবনের নিচে পড়ে গুরুতর আহত হন সফর আলী। ঘটনাটি ঘটে রাজধনীর মুগদা থানা এলাকার উত্তর মান্ডার প্রথম গলিতে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

ঢামেকে সফর আলীর জামাতা সালাউদ্দীন সাংবাদিকদের জানান, তার স্ত্রীর কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছিল। বিষয়টি তার শ্বশুরকে জানানো হলে তিনি সকালে মেয়ের জন্য বেলের শরবত দিতে ছাদে আসেন। যখন শরবত দিচ্ছিলেন তখন তিনি সামনের দিকে একটু ঝুঁকেন। এ সময় তিনি চার তলার ওপর থেকে পড়ে যান।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/নূর/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়