ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৫৭ ধারায় দায়ের করা মামলা চলবে : আইজিপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫৭ ধারায় দায়ের করা মামলা চলবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ৫৭ ধারায় যেসব মামলা হয়েছে সেগুলো সেই সময়ের আলোকে বিচার হবে। সেক্ষেত্রে ধারা বাতিল হলেও মামলাগুলো চলতে কোনো ধরনের বাধা নেই।

সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘৫৭ ধারায় মামলা নেওয়ার আগে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনুমোদন নেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় মামলাগুলো করার অনুমতি দেওয়া হয়। আর মামলাগুলো করা হয় এই ধারা বাতিল হওয়ার আগে। সেক্ষেত্রে এ ধারা এখন বাতিল করা হলেও মামলা চলতে কোনো বাধা থাকবে না। আর যারা গ্রেপ্তার হয়ে আছেন তাদেরও আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হবে।’

নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শহীদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের উজ্জীবিত করেছে। ২৫ মার্চ অপারেশন সার্চলাইট প্রতিরোধ করতে পুলিশ রাজারবাগ, পিলখানাসহ দেশের প্রতিটি স্থানে প্রস্তুতি নেয়। পরে তারা পাকহানাদার বাহিনীকে সফলভাবে মোকাবিলা করে। যা পুলিশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৮/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়