ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিনেমা শূন্য প্রেক্ষাগৃহে বাংলাদেশ-ভারত ফাইনাল খেলা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনেমা শূন্য প্রেক্ষাগৃহে বাংলাদেশ-ভারত ফাইনাল খেলা

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্রের মন্দার বাজারে প্রতীক্ষা ও আশার মধ্য দিয়ে শুরু হয় ২০১৮ সাল। বছর শুরুর প্রথম মাসের দুই সপ্তাহ চলেছে দেশীয় সিনেমা। আর বাকি দুই সপ্তাহ চলেছে কলকাতার সিনেমা। মানহীন সিনেমার কারণে মুখ থুবড়ে পড়ে সিনেমা হলগুলো।

গত ফেব্রুয়ারিতে দেশি-বিদেশি সিনেমা না থাকায় সিনেমা শূন্য হয়ে পড়ে প্রেক্ষাগৃহগুলো। দ্বিতীয় সপ্তাহে একটি ও তৃতীয় সপ্তাহ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি দুটি সিনেমা মুক্তি পায়। এরপর থেকে দীর্ঘ একমাস নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। সিনেমা শূন্য প্রেক্ষাগৃহ লোকসানের ভার বহন করতে না পেরে সিনেমার পরিবর্তে খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।

রাজধানীর জোনাকী হলে এমন অভিনব পন্থা অবলম্বন করছেন হল মালিক। ‘চলমান নিদাহাস ট্রফি’র ফাইনাল খেলা দেখানো হবে এই প্রেক্ষাগৃহে। হলের পর্দায় বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের খেলা দেখার জন্য  টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রেমীদের।

ডিসি সিটে বসে খেলা দেখতে প্রতি দর্শককে গুণতে হবে সত্তর টাকা ও রিয়ার সিটে বসে খেলা দেখতে খরচ হবে ষাট টাকা। সিনেমা হলে খেলা দেখানোর জন্য হলের বাইরে পোস্টারও সাঁটানো হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়