ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হোতা গ্রেপ্তার

‘সিম ক্লোন করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিম ক্লোন করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়’

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের হোতা শরীফুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি সিম ক্লোন করে টার্গেটকৃত অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। 

বুধবার দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে  সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে মিরপুরের একটি বাসা থেকে শরীফুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ক্লোন কার্ড, কার্ড তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়।

তিনি বলেন, চক্রটি সিম ক্লোন করে টার্গেটকৃত অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। তবে চক্রটি এ পর্যন্ত কত টাকা এভাবে তুলেছে তা এ মূহুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/মাকসুদ/ইভা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়