ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কাভার্ড ভ্যানে ৩৮ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ২

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৯, ১৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাভার্ড ভ্যানে ৩৮ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শহীদ নগর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২ কোটি টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবু তাহের (৪০) ও মো. আলম (২৪)।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বায়োজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর এনসিসি ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটি থামিয়ে আসামি তল্লাশি চালায়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানের ভিতর সিটের পেছনে একটি কোঠরিতে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সময় কাভার্ড ভ্যানে থাকা মো. আবু তাহের (৪০) ও মো. আলম (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব। জব্দ করা হয় ইয়াবা বহনে ব্যবহৃত চট্ট-মেট্রো-অ-১১-০৫৯৯ নম্বরের কাভার্ড ভ্যানটিও।

এ ব্যাপারে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জুন ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়