ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিথ্যা ঘোষণায় আনা দেড় কোটি টাকার পণ্য জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিথ্যা ঘোষণায় আনা দেড় কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় আমদানি করা দেড় কোটি টাকা টাকার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে খালাসকালে পৃথক দুই অভিযোনে এসব পণ্য জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিক এমএস বেস্ট প্রোমোশনের মাধ্যমে আমদানিকৃত চালানটির খালাস স্থগিত করা হয়। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট পিকাডেল এন্টারপ্রাইজ কমার্শিয়াল কোর্ট। নিশ্চিত তথ্য থাকায় পণ্য চালানটির রাসায়নিক পরীক্ষা করা হয়। রাসায়নিক পরীক্ষায় পণ্যটি বেনটোনিটের স্থলে ইউরিয়া ফরমালডিহাইড রেজিন (ইউরিয়া রেজিন) ইন প্রাইমারি ফর্ম পাওয়া যায়, যা মিথ্যা ঘোষণা হিসেবে প্রতিষ্ঠিত। পণ্যের শুল্ক করাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ৯ শত ২৭ টাকা (জরিমানা ব্যতীত)।

পরিবর্তিত এইচএস কোডের ক্ষেত্রে আলোচ্য পণ্য চালানের শুল্ক দাঁড়ায় প্রায় ৪৩ লাখ টাকা। ইতিপূর্বে পূর্বের ঘোষণা মোতাবেক শুল্ক প্রদান করা হয়েছে প্রায় ২২ লাখ টাকা। পণ্য চালানটি মিথ্যা ঘোষণা হওয়ায় প্রযোজ্য শুল্ককরাদি অর্থদণ্ড, জরিমানা আরোপিত হবে। ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি ইতোমধ্যে কমিশনার কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর প্রেরণ করা হয়েছে। শুল্ক গোয়েন্দার পদক্ষেপের ফলে সরকারের রাজস্ব সুরক্ষিত হলো।

অন্যদিকে, অপর অভিযানে সাড়ে ৯ লাখ টাকার পণ্য জব্দ করে শুল্ক গোয়েন্দা। আমদানিকারক এমএস ইব্রাহিম ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানিকৃত চালানটি শুল্ক গোয়েন্দার উপস্থিতিতে কায়িক পরীক্ষা করা হয়। পণ্যচালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এমএস রাব্বি ট্রেড ইন্টারন্যাশনাল।

কায়িক পরীক্ষায় আমদানিকারকের ঘোষণায় আগরবাতি নিট ২ হাজার ৮৮০ কেজি থাকলেও কায়িক পরীক্ষায় ৪ হাজার ৩২০ কেজি আগরবাতি পাওয়া যায়। ফলে ঘোষণাতিরিক্ত আগরবাতি ১ হাজার ৪৪০ কজি (৫০% ঘোষণাতিরিক্ত)।   শুল্ক করাদিসহ পণ্যের মোট  মূল্য ৯ লাখ ৩৩ হাজার ৮৯৭ টাকা (জরিমানা ব্যতীত)।



রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়