ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গোল্ডেন রাইস চাষ বন্ধের দাবি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৫, ৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোল্ডেন রাইস চাষ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : কৃষকের সার্বভৌমত্ব বিনাশী গোল্ডেন রাইস বাংলাদেশের মাটিতে চাষ বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।

বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের গোল্ডেন রাইস অনুমোদন দেওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ইতিমধ্যে  জিএমও বিটি বেগুন অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু কৃষকের সার্বভৌমত্ব বিনাশী গোল্ডেন রাইস দেশের মাটিতে চাষ হলে মানুষের স্বাস্থ্য যেমন ক্ষতি হবে তেমনি কৃষি খাত ধ্বংসের দিকে ধাবিত হবে।

বক্তারা বলেন, গো‌ল্ডেন রাইস একদিকে যেমন অস্বাস্থ্যকর অন্যদিকে এর ফলন স্থানীয় জাতের চেয়ে ভালো নয়। বলা হ‌চ্ছে গো‌ল্ডেন রাইস শিশুদের ভিটামিন-এ এর ঘাটতি পূরণ হবে কিন্তু এর কোনো প্রমাণ নেই। তাই এদেশের মাটিতে গো‌ল্ডেন রাইস চাষ করতে দেওয়া হবে না।

কৃষি ক্ষেত্রে ধ্বংসের নীতি পরিহার করে পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জা‌য়েদ ইকবাল খান, রেহানা বেগম, আশা মনি প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়