ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যেসব চ্যানেলে দেখবেন এশিয়া কাপের ম্যাচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেসব চ্যানেলে দেখবেন এশিয়া কাপের ম্যাচ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠবে এশিয়া কাপ ১৪তম আসরের। সংযুক্ত আরব আমিরাতে আজ বিকেলে সাড়ে পাঁচটায় নিজেদের সেরাটা জানান দিতে মুখোমুখি হবে দু’দল। দেশের বাইরে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ম্যাচ কোথায় দেখা যাবে তা জানতে আগ্রহ রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।

এবারের এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া। তাদের কাছ থেকে টিভি রাইটস নিয়ে এশিয়া কাপ প্রচার করবে বাংলাদেশের তিনটি চ্যানেল। এগুলো হলো বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল গাজী টেলিভিশন ও চ্যানেল নাইন। এছাড়া ভারতের স্টার স্পোর্টস ও দুরদর্শনের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো।

এছাড়া অনলাইনে ‘র‌্যাবিটহোল বিডি’নামক ইউটিউব চ্যানেল সরাসরি এশিয়া কাপের ম্যাচগুলো প্রচার করবে।। (লিংক: )। এছাড়া র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) নামক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফ্রি'তেই দর্শকরা উপভোগ করতে পারবেন এশিয়া কাপের ম্যাচ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়