ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করেছে র‌্যাব-৭। শুক্রবার ভোর থেকে সোনাপাহাড় সংলগ্ন এলাকায় এই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।

র‌্যাব অভিযান শুরুর পর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। র‌্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর থেকে এই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে খবর পায় র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। এরপর বাড়িতে কয়েক দফা বোমা ও গুলির শব্দ শোনা যায়। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয় ইউনিট মিরসরাইয়ে এসে পৌঁছেছে। তারা বাড়ির ভিতরে প্রবেশ করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে ।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ অক্টোবর ২০১৮/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়