ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হেলাল হাফিজের কবিতা

হেলাল হাফিজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেলাল হাফিজের কবিতা

হেলাল হাফিজ, আলোকচিত্র: সংগৃহীত

 

শামুক

‘অদ্ভুত, অদ্ভুত’ বলে

সমস্বরে চিৎকার করে উঠলেন লোক।

আমি নগরের জ্যেষ্ঠ শামুক

একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম,

জলের দ্রাঘিমাজুড়ে

যে-রমক গুটানো ছিলাম,

ছিমছাম একা একা ভেতরে ছিলাম,

মানুষের কাছে এসে

নতুন মুদ্রায় আমি নির্জন হলাম,

মিলনের নামে যেন আলাদা হলাম,

একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম




রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়