ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধি পেলেন পররাষ্ট্র সচিব

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধি পেলেন পররাষ্ট্র সচিব

সচিবালয় প্রতিবেদক : ব্রাজিল সরকারের ‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধিতে ভূষিত হয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় তাকে এ উপাধি দেওয়া হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক পর্যালোচনা শুরুর জন্য পররাষ্ট্র সচিব এম শহীদুল হক অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরালো পদক্ষেপ নেন তিনি। পররাষ্ট্র সচিবের এই বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ব্রাজিল সরকার তাকে ‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধিতে ভূষিত করে।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়