ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না’

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

কবিতা খানম বলেন, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, যা নিয়ে কারো প্রশ্ন থাকবে না। তবে শতভাগ সুষ্ঠু নির্বাচন কোনো দেশেই হয় না। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেটি সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।

সহকারী রিটার্নিং অফিসারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে উৎসবের আমেজ যেন কোনোভাবে বৈরী হয়ে না ওঠে, সে বিষয়ে নজর রাখতে হবে। বাংলাদেশে আজ নির্বাচনের হাওয়া বইছে, সংসদ গঠন না হওয়া পর্যন্ত এই হাওয়াটা যেন কোনোভাবেই বৈরী না হয়, এ নির্দেশনা অবশ্যই আপনাদের প্রতিপালন করতে হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, দায়িত্ব পালনে যেন এতটুকু অবহেলা না হয়। একটি সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য নির্বাচন ‍তুলে আনার ক্ষেত্রে আপনারা সৎ থাকবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়