ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদকদ্রব্য আমাদের দেশে তৈরি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকদ্রব্য আমাদের দেশে তৈরি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকদ্রব্য আমাদের দেশে তৈরি হয় না। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য প্রবেশ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক পাচারকারীদের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ে এক কর্মশালায় মন্ত্রী বলেন, ‘আইনগত দুর্বলতা ও ফাঁক-ফোকরে প্রকৃত অপরাধীরা কারাগার থেকে বেরিয়ে আসছে। তবে নতুন আইনে তাদের সে সুযোগ আর থাকছে না। সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় সফল হয়েছি। মাদক ঠেকাতেও সফল হবো। সময় দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কার করে প্রণয়ন করা হয়েছে। ২৭ ডিসেম্বর থেকে নতুন এ আইন প্রয়োগ হবে।’

মন্ত্রী বলেন, ‘এ দেশের জনশক্তির ৯২ শতাংশই যুবসমাজ। তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চলছে। তবে প্রধান বাধা মাদক। নেশার ছোবলে পড়লে যুব সমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে ফেলবে। এরই মধ্যে এনপিএস নামে নতুন মাদক আমাদের ভাবিয়ে তুলছে। নতুন নতুন মাদকের আবির্ভাব ঘটছে। বর্তমানে ইয়াবার মতো মাদক আমাদের সমাজ ও পরিবারকে বিষিয়ে তুলেছে। দিনমজুর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিত্তশালী শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ইয়াবা ব্যবহার হচ্ছে। যা অশনি সংকেত।’



রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়