ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৪৪ রানেই অলআউট শ্রীলঙ্কা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪৪ রানেই অলআউট শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার ব্রিসবেনে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সকালে শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে ১৪৪ রানেই অলআউট হয়েছে। ব্যাট হাতে শ্রীলঙ্কার একমাত্র নিরোশান ডিকভেলা ৬৪ রান করেছেন। ২৪ রান করেছেন দিমুথ করুণারত্নে। কুশাল মেন্ডিস ১৪ ও ১২ রান করেছেন লাহিরু থ্রিমান্নে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ১৪.৪ ওভারে ৩ মেডেনসহ ৩৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। ঝাই রিচার্ডসন নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। অপর উইকেটটি নিয়েছেন নাথান লায়ন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১-০ ব্যবধানে, ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ও টি-টোয়েন্টিতে ১-০ ব্যবধানে সিরিজ হেরে অস্ট্রেলিয়া সফরে এসেছে শ্রীলঙ্কা। প্রথম দিনেই যে অবস্থা তৈরি হয়েছে তাতে এই টেস্ট চতুর্থ দিন পর্যন্ত গড়াবে কিনা সন্দেহ। শ্রীলঙ্কার হারের পথ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা কতটুকু লড়াই করতে পারে।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ