ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃথা গেল শন মার্শের চেষ্টা, হায়দরাবাদের জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃথা গেল শন মার্শের চেষ্টা, হায়দরাবাদের জয়

ক্রীড়া ডেস্ক : কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৬ রানের দারুণ এক জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

শুক্রবার রাতে পাঞ্জাবের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে পাঞ্জাবের ইনিংস।

ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন পাঞ্জাবের শন মার্শ। ২.২ ওভারের সময় মার্টিন গাপটিল আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন শন মার্শ। ১৯.২ ওভারের সময় আউট হন। এর মাঝে আরো ৬ জন ব্যাটসম্যান আউট হন। কিন্তু একা লড়াই চালিয়ে যান মার্শ। ৫০ বল মোকাবেলা করে তিনি করেন ৮৪ রান। যেখানে ১৪টি চারের মারের পাশাপাশি ২টি বিশাল ছক্কার মারও ছিল। কিন্তু তার চেষ্টা বৃথা যায়। আর কোনো ব্যাটসম্যান ২৬ রানের বেশি রানের ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ২০৮ রানের টার্গেট ছোঁয়া হয়নি কিংস ইলেভেন পাঞ্জাবের।

বল হাতে হায়দরাবাদের আশিষ নেহেরা ও সিদ্ধার্ত কুল ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ১টি উইকেট নেন রশিদ খান।

তার আগে শিখর ধাওয়ানের ৭৭, কেন উইলিয়ামসনের অপরাজিত ৫৪ ও ডেভিড ওয়ার্নারের ৫১ রানে ভর করে ২০৭ রান সংগ্রহ করেছিল হায়দরাবাদ।

মিতব্যয়ী বোলিং করে ম্যাচসেরা নির্বাচিত হন হায়দরাবাদের রশিদ খান।




রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়