ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাখাইনে গুলিবিদ্ধ রোহিঙ্গার চট্টগ্রাম মেডিক্যালে মৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাখাইনে গুলিবিদ্ধ রোহিঙ্গার চট্টগ্রাম মেডিক্যালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন দুই রোহিঙ্গার মধ্যে মোহাম্মদ মুছা (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মুছা মিয়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকার ইসমাইলের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ একই এলাকার গুল মোহাম্মদের ছেলে মোহাম্মদ মুক্তার (২৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাম্প্রতিক হামলার ঘটনায় ওই দুই যুবক গুলিবিদ্ধ হন। পরে তারা চোরাইপথে বাংলাদেশে প্রবেশ করে চিকিৎসা নিতে চমেক হাসপাতালে ভর্তি হন।

মুক্তারের স্বজন মোহাম্মদ কাউসার জানান, তাদের  বাড়ি মিয়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকায়। গত বৃহস্পতিবার  দিবাগত রাত ২টার দিকে লাইল্লাতলী পুলিশ ক্যাম্প এলাকায় তারা গুলিবিদ্ধ হন। পরে শুক্রবার রাতে নৌপথে তারা বাংলাদেশে প্রবেশ করে। শনিবার সকাল ৮টার দিকে তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ আগস্ট ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়