ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজশাহীতে ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

ঈদের দিন সকালে রাজশাহীর কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনারও। ফলে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন।

শনিবার সকাল ৮টায় হযরত শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, প্রাক্তন সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফসহ বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।

বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন হযরত শাহ্ মখদুম (রহ.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। পরে তিনিই মোনাজাত পরিচালনা করেন।

এর আগে বিশেষ বয়ানে তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহারের আহ্বান জানিয়ে বক্তব্য দেন। আহ্বান জানান মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যাওয়ার এবং কোরবানির ত্যাগ থেকে শিক্ষা নিয়ে বাকিটা জীবন পরিচালনার।

রাজশাহী মহানগরীতে এবার প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজশাহী প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে সকাল ৭টায়। এরপর সকাল সাড়ে ৭টায় নওদাপাড়া আমচত্বর আহলে হাদিস মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। পরে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীতে এবার ২৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া উপজেলা পর্যায়ের প্রায় এক হাজার ঈদগাহে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের নামাজ আদায় করা হয়েছে। ঈদের নামাজের মোনাজাতের পর ঈদগাহ ময়দানে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদুল আজহার শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এরপর শুরু হয় পশু কোরবানি।



রাইজিংবিডি/রাজশাহী/২ সেপ্টেম্বর ২০১৭/তানজিমুল হক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়