ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যুক্তরাষ্ট্রে জাজের ‘পিকনিক’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ১৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে জাজের ‘পিকনিক’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। এরপর জাজ মাল্টিমিডিয়ার ‘অগ্নি’, ‘অগ্নি-টু’ নির্মাণ করেন। অ্যাকশন ঘরানার এই সিনেমা দুটি দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেন।

এবার এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে ‘পিকনিক’ সিনেমা। এটি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। সম্প্রতি এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

‘পিকনিক’ সিনেমার পুরো শুটিং যুক্তরাষ্ট্রে হবে বলেও জানান এই প্রযোজক। এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা ইফতেখার চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘‘পিকনিক’ সিনেমাটি নির্মাণের ঘোষণা অনেক আগেই দিয়েছি। কিন্তু তখন প্রযোজনা কে করবেন তা ঠিক ছিল না। আজিজ ভাই সিনেমাটি প্রযোজনা করতে এগিয়ে এসেছেন। আমার উপর আস্থা রেখে বিনিয়োগ করছেন, এজন্য আজিজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।’’

তিনি আরো বলেন, ‘‘পিকনিক’ সিনেমাটির শুটিং যুক্তরাষ্ট্রে করব। বাংলাদেশে এর কোনো শুটিং হবে না।’’

ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমার গল্প লেখা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে এতে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা দেয়া হয়নি। এ প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বলেন, ‘এখনো নায়ক-নায়িকা চূড়ান্ত করা হয়নি। খুব শিগগির এদের নাম ঘোষণা করা হবে।’

এর আগে ইফতেখার চৌধুরী ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’ সিনেমা নির্মাণ করেন।




রাইংজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়