ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাগেরহাটে ছনের গাদায় আগুন, ৬ লাখ টাকার ক্ষতি

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে ছনের গাদায় আগুন, ৬ লাখ টাকার ক্ষতি

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে পান বরাজে ব্যবহৃত (খড়) ছনের গাদায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ছন পুড়ে গেছে।

শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের শ্মশান ঘাট এলাকায় ছনের গাদায় অগ্নিকাণ্ড ঘটে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, সদর উপজেলার যাত্রাপুর বাজারের শ্মশান ঘাটস্থ ছনের গাদায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছন ব্যবসায়ী হায়দার মল্লিকের একটি গাদা পুড়ে যায়। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ছন ব্যবসায়ী হায়দার মল্লিক বলেন, ‘কে বা কারা সকালে পরিকল্পিতভাবে ছনের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও একই স্থানে পাঁচটি গাদায় আগুন লাগার ঘটনা ঘটে।’



রাইজিংবিডি/বাগেরহাট/৮ জুন ২০১৮/আলী আকবর টুটুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়