ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ট্রাম্পের সমালোচনায় মার্কিন অ্যাটর্নি জেনারেল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ২৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের সমালোচনায় মার্কিন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন তারই নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার জেফ সেশন্স বলেছেন, রাজনৈতিক চাপের কাছে তিনি মাথা নত করবেন না।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করেনে। তার দাবি, তার নির্বাচনী শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার অভিযোগে যে তদন্ত চলছে তাতে তাকে ও তার সমর্থকদের সঙ্গে কোনো ধরণের প্রমাণ ছাড়াই  অন্যায্য আচরণ করা হচ্ছে। বিচার বিভাগ দুর্নীতিগ্রস্থ উল্লেখ করে ট্রাম্প জানান, ওই বিভাগের ওপর তার অ্যাটর্নি জেনারেলের কোনো নিয়ন্ত্রণ নেই।

ট্রাম্প বলেছেন, ‘আমি একজন অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিয়েছিলাম, যিনি কখনোই বিচার বিভাগের ওপর তার নিয়ন্ত্রণ নেননি।’

প্রেসিডেন্টের এই সমালোচনার জবাবে জেফ বলেছেন, ‘যেদিন আমি শপথ নিয়েছিলাম সেইদিনই আমি বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল থাকাকালে বিচার বিভাগের কার্যক্রমে রাজনৈতিক বিবেচনায় অনৈতিকভাবে প্রভাবিত করা হবে না।’

২০১৬ সালর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সমর্থক ছিলেন জেফ। ২০১৭ সালে তাকে অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। তবে ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে রুশ সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত শুরু হলে স্বার্থগত সংঘাত দেখা দিতে পারে বিধায় ওই তদন্ত দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জেফ।



রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়