ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যানবাহনের চাপমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যানবাহনের চাপমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঈদের ছুটি প্রায় শেষ হয়ে এলেও এখনো যাত্রী ও যানবাহনের চাপমুক্ত রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। প্রতিবছর ঈদের দু্‌-একদিন পর থেকে যানবাহনের চাপে এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলেও, এবারই রয়েছে তার ব্যতিক্রম।

শুক্রবার ভোর থেকে মহাসড়কে দু-একটি দূরপাল্লার বাস ছাড়া খুব বেশি যানবাহনের দেখা পাওয়া যায়নি।

এদিকে চলমান চারলেন প্রকল্পের নতুন স্থাপিত ২৩টি সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ায় ঈদের আগেও তেমন যানজটের দেখা মেলেনি এই মহাসড়কে।

ঈদ যাত্রায় যানজট ও যাত্রীদের ভোগান্তি নিরসনে মহাসড়কের টাঙ্গাইল অংশে ৮শ’ পুলিশ ও ২শ’ আনসার সদস্য কাজ করছে। টাঙ্গাইল অংশের ৬৪ কিলোমিটারকে চার ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই চারটি অংশে দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মান করা হয়েছে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৪ আগস্ট ২০১৮/শাহরিয়ার সিফা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়