ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উয়েফা অ্যাওয়ার্ড

সব পুরস্কার রিয়ালের ঘরে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব পুরস্কার রিয়ালের ঘরে

ক্রীড়া ডেস্ক :। শুধু বর্ষসেরা নয়, উয়েফা অ্যাওয়ার্ডে সব ক্যাটাগরির পুরস্কারই জিতেছেন গত মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।

বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে বর্ষসেরার পাশাপাশি উয়েফা তুলে দিয়েছে সেরা গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার আর ফরোয়ার্ডের পুরস্কারও।

সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন কেইলর নাভাস। তার সঙ্গে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জুভেন্টাস থেকে এই মৌসুমে পিএসজিতে আসা জিয়ানলুইজি বুফন ও রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেওয়া অ্যালিসন।

দুই ক্লাব সতীর্থ মার্সেলো ও রাফায়েল ভারানেকে টপকে সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতে নিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

বর্ষসেরার পাশাপাশি সেরা মিডফিল্ডার হয়েছেন মডরিচ। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বলজয়ীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও রিয়াল সতীর্থ টনি ক্রুস।

আর সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন রোনালদো। রিয়াল থেকে এই মৌসুমে জুভেন্টাসে যাওয়া পর্তুগিজ তারকা পেছনে ফেলেন বার্সেলোনার লিওনেল মেসি ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে।

এ ছাড়া প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড ফরোয়ার্ড ডেভিড বেকহাম জেতেন উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড।



রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়