ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন স্নেইডার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন স্নেইডার

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডার। তার বিদায়ী ম্যাচে পেরুর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ডাচরা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল রাতে পেরুর মুখোমুখি হয় নেদারল্যান্ডস। দলটির জয়ে জোড়া গোল পান মেমপিস ডিপাই। উয়েফা নেশনস লিগের ম্যাচে শনিবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এর আগে পেরুর বিপক্ষে এমন জয় বেশ আত্মবিশ্বাস যোগান দেবে রেড অরেঞ্জদের।

নেদারল্যান্ডসের জার্সিতে এটা ছিল স্নেইডারের ১৩৪তম ম্যাচ। ৩৪ বছর বয়সি এ তারকা তার বর্ণিল ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও আয়াক্সের মতো ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলেছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে স্নেইডার বলেন, ‘এটাই শেষ, এটা সম্পন্ন হয়ে গেছে। অরেঞ্জ জার্সিতে এটাই আমার শেষ। সবকিছুরই শেষ থাকে।’

একুশ শতকে ইউরোপীয়ান সবচেয়ে সুন্দর মিডফিল্ডারদের মধ্যে স্নেইডার অন্যতম। গত ১৫ বছরের ক্যারিয়ারে সেটা দেখিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ প্রাক্তন এ তারকা। তাই বিদায় বেলায় মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন এ ডাচ তারকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়