ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আজ স্বপ্নপূরণের দিন!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ স্বপ্নপূরণের দিন!

ইয়াসিন হাসান : ‘চ্যাম্পিয়নস’ লেখা বোর্ডের পেছনে মাশরাফির হাতে এশিয়া কাপের সোনালি ট্রফি। মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্য, মুস্তাফিজ পাশেই দাঁড়িয়ে। সবার গলায় ‘চ্যাম্পিয়নস’ মেডেল। পুঁচকে মিরাজ বোর্ডের সামনে এসে বসে পড়লেন। নাচছেন মনের আনন্দে। তাকে দেখে পেছন থেকে নাজমুল অপু, শান্ত, রনিও চলে এলেন। অপুর ‘নাগিন’ নাচে হইহুল্লোড় আরো বেড়ে গেল।

চিত্রশিল্পীর অরাধ্য এক ক্যানভাস। কিন্তু ক্যানভাসে এখনো পড়েনি তুলির আঁচড়। পড়বে কি করে? বাংলাদেশ কি একবারও চ্যাম্পিয়ন হয়েছে? হয়েছে! দ্বিপাক্ষিক সিরিজে একাধিক শিরোপা ভরেছে শোকেস। কিন্তু ত্রিদেশীয় সিরিজ, বৈশ্বিক কিংবা মহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের ঝুলি একেবারে ফাঁকা। কোনো শিরোপা জেতেনি, জিতেছে হৃদয়। কিন্তু এবার শিরোপা জেতার পালা।

আরেকটি ফাইনাল। চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ। সব মিলিয়ে ষষ্ঠ ফাইনাল বাংলাদেশের। এবার শিরোপা জিতবে তো বাংলাদেশ? মাশরাফি বিন মুর্তজার এক কথা, ‘হয় মারব, নয় মরব।’ মাশরাফির এমন মন্ত্রে পাকিস্তানকে হারিয়ে ১৪তম এশিয়া কাপের ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। যেখাবে বাংলাদেশের আগে পৌঁছেছে ভারত। দুবাইয়ে দুই দলের মহারণ শুরু আজ বিকেল সাড়ে পাঁচটায়।
 


তামিম ইকবাল ও সাকিব আল হাসান নেই। মুশফিকুর রহিমের পাঁজরে ব্যথা। মাহমুদউল্লাহ রিয়াদের শ্বাসটান। মাশরাফির আঙুলে চোট। জাতীয় দলের পাঁচ সিনিয়রের অবস্থা জর্জরিত। তবুও শত বাধা পেরিয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। দলীয় প্রচেষ্টায় অসাধারণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। শিরোপা থেকে মাত্র এক পা দূরে, তাই নিজেদের দুর্বলতাকে আড়াল করছেন মাশরাফি।

এর আগে পাঁচবার ফাইনালে খেললেও কখনো কোনো টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজের ফাইনাল জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডে টুর্নামেন্ট তিনটি (এশিয়া কাপ ২০১২, শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে ২০০৯ ও ২০১৮-এর দুটি ত্রিদেশীয় সিরিজ)। অন্য দুটি টি-টোয়েন্টি (২০১৬ এশিয়া কাপ এবং ২০১৮-এর নিদাহাস ট্রফি)।
 


ভারতের বিপক্ষে বদলা নেওয়ার আরেকটি সুযোগ পেয়েছে বাংলাদেশ। মিরপুর ও কলম্বোর হার কষ্ট দিয়েছিল, আহত করেছিল হৃদয়। আজ আর হৃদয়ে রক্তক্ষরণ নয়। আজ আরেকবার বাংলাদেশের সামনে শিরোপা জয়ের হাতছানি।

স্বপ্নের নেই কোনো রঙ, তবুও স্বপ্ন সব সময় রঙিন। তারা ডানা মেলতে পারে না তবুও ওড়ে সীমাহীন। আজ ভারতকে দিয়ে শুরু হোক নতুন স্বপ্নের বিজ বোনা। মূল স্বপ্ন তো বিশ্বজয়ের। মাশরাফির হাত ধরে পাল্টাবে বাংলাদেশ। ঘুচবে শিরোপার অপেক্ষা। স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষায় গোটা দেশ।
 


২০০৯ ত্রিদেশীয় সিরিজ থেকে নিদাহাস ট্রফির ফাইনাল, শিরোপা হাস ফসকে বেরিয়ে গেছে বাংলাদেশের। ক্রিকেটীয় শোকগাঁথার হৃদয়বিদারক ক্যানভাসে ফুটে আছে মাশরাফি-সাকিব-মুশফিকের অশ্রুসজল মুহূর্তটি। আজ সেই ক্যানভাস পাল্টানোর পালা। চিত্রকর আজ রংধনুর সাত রঙে রাঙাবেন অরাধ্য ক্যানভাস।



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়