ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতিসংঘে নতুন মার্কিন দূত হচ্ছেন হিদার নয়ার্ট

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতিসংঘে নতুন মার্কিন দূত হচ্ছেন হিদার নয়ার্ট

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ার্টকে নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানিয়েছেন, আশা করা যাচ্ছে শুক্রবার হিদারকে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হিদার নয়ার্ট কোনো ধরণের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে হলে হিদারের মনোনয়ন চূড়ান্ত করতে হবে সিনেটকে।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের সংবাদদাতা ও উপস্থাপক ছিলেন হিদার। গত বছরের এপ্রিলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় ট্রাম্প প্রশাসন। চলতি বছরের প্রথম দিকে তাকে সরকারি কূটনীতি ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত উপমন্ত্রী করা হয়।

গত অক্টোবরে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। সেই সুবাদে ডিসেম্বরের শেষ নাগাদ তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। নিয়োগ চূড়ান্ত হলে ৪৮ বছরের হিদার হবে নিক্কির উত্তরসূরী।



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়