ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামের ১৪ উপজেলা পরিষদের নির্বাচন মার্চে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের ১৪ উপজেলা পরিষদের নির্বাচন মার্চে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আগামী মার্চ মাসে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ১৫টি উপজেলার মধ্যে মেয়াদ পূর্ণ না হওয়ায় কর্ণফুলী উপজেলার নির্বাচন মার্চে অনুষ্ঠিত হবে না।

১৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। যেসব উপজেলায় নির্বাচন হবে, সেইগুলো হলো- আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, সন্দ্বীপ, মিরসরাই, সীতাকুন্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি উপজেলা পরিষদ।

চট্টগ্রামের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ নির্বাচনের মতো দলীয় প্রতীকে দেশব্যাপী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মার্চ মাসে চট্টগ্রামের ১৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস কাজ শুরু করেছে।

চট্টগ্রামের নব গঠিত কর্ণফুলী উপজেলা পরিষদে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম উপজেলা পরিষদের নির্বাচন হওয়ায় এই উপজেলায় এ বছর নির্বাচন হবে না। এই উপজেলায় নির্বাচন হবে ২০২২ সালে।

২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছয় ধাপে দেশের সব উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে এই বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টি মাথায় রেখে মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/০৪ ডিসেম্বর ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়